চট্টগ্রাম ৫ নম্বর মোহরা ওয়ার্ড কার্যালয়ে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আয়োজিত মেলায় ৫টি গ্রুপ তাদের তৈরিকৃত পণ্য প্রদর্শন করে। দেশের দরিদ্র জনগোষ্ঠির মান উন্নয়নের লক্ষ্যে ‘চট্টগ্রাম কর্মজীবি সমবায় সমিতি’র মাধ্যমে আত্মসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ‘বাংলাদেশ প্রবীণ হিতৈশী সংঘ’ একমাসব্যাপী ভোকেশনাল ট্রেনিং-এর আয়োজন করে। যেখানে ৬০ জন দুস্থ মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। তাদের তৈরিকৃত পণ্যসামগ্রী মেলায় প্রদর্শন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ৫ নম্বর মোহরা ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম, বাংলাদেশ প্রবীণ হিতৈশী সংঘ চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি মতিলাল দেওয়ানজীসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি