আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের নির্দেশ মানতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ব্যক্তি আতিকুল ইসলাম নয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে হবে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের হোয়াইট হলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কাউন্সিলর বিদ্রোহী প্রার্থী যারা আছেন তাদের দলের বিভিন্ন পর্যায়ে মূল্যায়ন করা হবে। যারা নৌকার প্রার্থীর পক্ষে কাজ করবেন না তারা নেত্রীর হাতকে শক্তিশালী করবে না। এ সময় তিনি ৯ জানুয়ারির মধ্যে সকল বিদ্রোহী প্রাথীদের মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল অব. ফারুক খান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলামসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি