টেকনাফে পুলিশের সঙ্গে ‘কথিত’ বন্দুকযুদ্ধে সমুদা বেগম নামে এক নারী নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত সমুদা মাদক কারবারি ছিলেন।
আজ ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী লবণের মাঠে এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার জানান, ভোররাতে খারাংখালী লবণের মাঠ দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সমুদাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি