কক্সবাজারের টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ আব্দুল লতিফ ও জাবেদ ইকবাল নামে ২ রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব।
গতকাল দিবাগত রাতে উপজেলার হ্নীলা জাদিমুরা উমর খাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট মির্জা শাহেদ জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের জাদিমুরা এলাকায় ইয়াবা বেচা-কেনা করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব।
এ সময় ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। এসব উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি