নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে চুলার গ্যাস লাইনে লিকেজ থেকে গ্যাসের বিস্ফোরণ হয়ে আগুনে শরীফ ও ফরিদা নামে এক দম্পতি দগ্ধ হয়েছেন।
ভোরে উপজেলার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ভোরে বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন গিয়ে দগ্ধ স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়। যে ঘরে বিস্ফোরণ ঘটেছে সে ঘরটিতেই ছিল গ্যাসের চুলা। গ্যাস লাইনে লিকেজ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি