প্রায় ৭২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংকের সাবেক এক কর্মকর্তা এবং খাতুনগঞ্জের এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।
গতকাল বিকেলে কমিশনের সভায় এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তারা হলেন- যমুনা ব্যাংক খাতুনগঞ্জ শাখা প্রধান মনজুরুল আহসান চৌধুরী ও চট্টগ্রামের সাঈদ ফুডস লিমিটেডের আবু সাঈদ চৌধুরী।
গত বছরের ৩০ জুলাই চট্টগ্রামের কোতয়ালী থানায় ব্যাংক কর্মকর্তা মনজুরুল ও ব্যবসায়ী আবু সাঈদের বিরুদ্ধে মামলা হয়। তদন্তকালে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয়া হলো।
নিউজ ডেস্ক/বিজয় টিভি