বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরনের দাবিতে সিটি কর্পোরেশনের সামনে চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে ।
সোমবার সকালে বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিনকে স্মারকলিপি প্রদান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন। বিক্ষোভ কর্মসূচিতে শত শত শ্রমিক অংশগ্রহন করেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, চট্টগ্রাম লাইটারেজ ঠিকাদার মালিক সমিতি শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান না করে দীর্ঘদিন যাবত নানাভাবে হয়রানিসহ চাকুরীচ্যুত করে আসছে।
ফলে শ্রমিকরা অত্যন্ত অসহায় ও মানবেতর জীবন যাপন করে আসছে, এই বিষয়ে সিটি মেয়র নিকট স্মারকলিপি প্রদানসহ দোষীদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহন জন্য সাহায্য কামনা করছি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি