সন্ত্রসীদের নৃশংস হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ বিকালে নগরীর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাশেদ।
লিখিত বক্তব্যে জানান, বিগত ১২ জুলাই চট্টগ্রামের বাশখালী উপজেলায় অস্থায়ী আদালত সংলগ্ন এলাকায় সন্ত্রাসী আব্দুল ওয়াদুদ প্রকাশ লেদু, উত্তম কারন আশোক মুন্সিসহ আরও ২০-৩০ জন সন্ত্রাসী মিলে শোয়েবুল ইসলাম ও তার পরিবারের উপর অর্তকিত হামলা চালাই।
এ সময় টিন কেটে ঘরের মধ্যে ডুকে তাদের কাছ থেকে স্বর্ণলংকার ও টাকা পয়সা লুটপাট করে এবং মহিলাদের যৌন হয়রানির ও শ্লীনতাহানীর চেষ্ঠা করা হয়। পরে এ ঘটনায় রাশেদ ও তার পরিবার বাদী হয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে আপত্তি জানায় বলে জানান রাশেদ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি