রাজধানীর হাতির ঝিলে গড়ে তোলা আলোচিত বিজিএমইএ- ভবন ভাঙার কাজ শুরু হয়েছে।
আজ (বুধবার) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
ভবনটি ভাঙার মূল কাজ শুরু হবে ২৭ জানুয়ারি থেকে। বেসরকারি প্রতিষ্ঠান ফোর স্টার গ্রুপ এককোটি দুই লাখ টাকায় ভবনটি ভাঙার কাজ শুরু করে। সনাতন পদ্ধতিতে এটি ভাঙা হচ্ছে।
গত বছরের ১২ এপ্রিলের মধ্যে বিজিএমইএ ভবনটি সরিয়ে নিতে সময় দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। এরই পরিপ্রেক্ষিতে সময় পার হওয়ার পর নির্দেশনা বাস্তবায়নে গত বছরের ১৬ এপ্রিল সন্ধ্যায় ভবনটিতে তালা ঝুলিয়ে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি