চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২১৩ কার্টন সিগারেট জব্দ করেছে এনএসআই টিম।
আজ (শুক্রবার) সকালে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে চালানটি আটক করে।
এনএসআই টিম জানায়, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহ আমানতে আসেন মো. নুরুল আমিন। তাকে সন্দেহ হলে তার ব্যাগেজ তল্লাশি করে ২১৩ কার্টন ‘ইজি লাইট’ সিগারেট জব্দ করা হয়।
প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা বলে তারা জানিয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি