আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহন করে সেন্টমার্টিন গেলো পর্যটকবাহী দু’টি জাহাজ।
গতকাল টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে ৮ শতাধিক যাত্রী নিয়ে সেন্টমার্টিনে যায় এমবি পারিজাত ও এমবি দোয়েল পাখি-১।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক নয়ন শীল বলেন, সুপ্রিম কোর্টের আদেশ পাওয়ার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের চলাচলকারী এমবি পারিজাত ও এমবি দোয়েল পাখি-১ নামের পর্যটকবাহী জাহাজ দু’টির চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
কিন্তু, জাহাজ কর্তৃপক্ষ আদেশ অমান্য করে দ্বীপে রওনা হন। বিষয়টি ঊর্ধ্বতন কৃর্তপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি