বেনাপোল সীমান্ত দিয়ে অভিনব কৌশলে একটি স্বর্নের চালান ভারতে পাচারকালে আমড়াখালি চেকপোষ্ট এলাকা থেকে ৪শ ৫০গ্রাম স্বর্ন ২৬৩০ ভারতীয় রুপি,২৫হাজার দুইশ ২০ টাকা সহ সূদির চাও এবং সদা নন্দ নামে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
আটক সূদির চাও ভারতের কলিকাতার সোনাপুর জগতিপোতা এলাকার হীরা চাও এর ছেলে। এবং সদা নন্দ ভারতের হাওড়া বসুবো এলাকার রাম প্রসাদ রমের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল হক জানান,শুক্রবার সকালে বেনাপোল চেকপোষ্টে দিয়ে অভিনব কৌশলে একটি স্বর্নের চালান ভারতে পাচার হয়ে যাবে জানতে পারে বিজিবি। আমড়াখালি চেকপোষ্ট এলাকা থেকে সন্দেহ ভাজন দুই ভারতীয় নাগরিককে আটক করেন তারা।
পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪শ৫০গ্রাম সোনাসহ সর্বমোট ১৯ লাখ ৬৩ হাজার ৩শ ৭৬ টাকা। সোনা গলিয়ে উপরে সাদা রং করে ইমিটেশন হিসাবে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানান তিনি।
আটক দুই সোনা পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দসহ সোনা শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি