চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস।
আজ (মঙ্গলবার) সকালে, এ উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, প্রাথমিকভাবে ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করা যায়। তাই ক্যান্সার মানে মরণ, এ কথা সত্যি নয়।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, হাসপাতালের সাধারণ সম্পাদক ডাঃ আনজুমান আরা বেগম, সহ-সভাপতি এস এম মোরশেদ, রেডিও থেরাপী বিভাগের প্রধান ডাঃ শেফাতুজ্জাহানসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি