ফটিকছড়ির পাইন্দং-এ প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই হোসেনকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।
আজ (বৃহস্পতিবার) দুপুরে আয়োজিত সংবাদ সম্মলনে এ তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম।
তিনি জানান, গত ২৭ জানুয়ারী সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী ইউসুফ তার সহযোগীদের নিয়ে মো. হোসেনকে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
যার প্রেক্ষিতে গতকাল ইউসুফসহ তার ৫ সহযোগীকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি