শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে পাকিস্তান থেকে মুক্ত করে স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আজ আমরা স্বাধীন দেশে কাজ করছি । তিনি আমাদের একটি নিরাপদ দেশ দিয়েছেন।
আজ (শুক্রবার) সকালে চট্টগ্রাম হোটেল রেডিসন ব্লু’তে মুজিববর্ষ উপলক্ষে রিহ্যাব আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিযোগীদের উদ্দেশ্যে উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে একটি উন্নত বাংলাদেশ হিসেবে দেখতে চান।
সেই বাংলাদেশ তোমাদের জন্য রেখে যেতে চান। বঙ্গবন্ধু কন্যার এ স্বপ্ন বাস্তবায়নে তোমরা নিজেকে তৈরি করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আবদুল কৈয়ুম চৌধুরী, রিহ্যাবের কর্মকর্তা ইঞ্জিনিয়ার দিদারুল হকসহ অনেকে। এর আগে শিক্ষা উপমন্ত্রী চিত্রাংকন প্রতিযোগিতা পরিদর্শন করেন।
পরে রিহ্যাব আয়োজিত ৪ দিনব্যাপী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি