চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি বাস উল্টে ২০ জন আহত হয়েছেন।
আজ (বৃহস্পতিবার) সকালে হাটহাজারীর মনিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম জানান, ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের ‘নববাক’ নামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিলে পড়ে যায়।
এ দুর্ঘটনায় ২০ জন আহত হন। এদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, অন্য গাড়িকে অতিক্রম করতে গিয়ে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি