কক্সবাজারের টেকনাফে আট হাজার পিস ইয়াবাসহ কহিনুর নামে এক নারী মাদক কারবারিকে আটক হয়েছে র্যাব।
গতকাল টেকনাফের হ্নীলা ৯ নম্বর ওয়ার্ডের মোচনীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫, সিপিসি-১ এর ইনচার্জ লেফটেনেন্ট মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ওই এলাকার একটি বসতবাড়ি থেকে ইয়াবাসহ ওই নারীকে আটক র্যাব সদস্যরা।
তিনি আরো জানান, মাদক পাচারে জড়িত অপরাধীরা বিভিন্ন কৌশলে তাদের অপকর্ম অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সে অপচেষ্টা প্রতিরোধ করতে র্যাবের মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি