টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মোজাহের নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।
আজ (শুক্রবার) ভোরে, সাবরাং ইউনিয়ন হারিয়াখালী মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ও মানবপাচারের সাথে জড়িত। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি ছোঁড়ে অপরাধীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে অপরাধীরা সু-কৌশলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোজাহেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি