শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগের সাথে তাল মিলিয়ে ডায়াবেটিক হাসপাতালে সেবার মান সংযোজন করা হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। যা ডায়াবেটিক এবং নন-ডায়াবেটিক রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
গতকাল চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে তিন দিনব্যাপী ডায়াবেটিক মেলার ২য় দিনে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এসময় উপমন্ত্রী মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় হাসপাতালের নামে স্থায়ী জমি বরাদ্দের জন্য সহযোগিতার আশ্বাস দেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি