সীতাকুন্ড উপজেলার কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী সিরাত ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
সোমবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যুক্তগাছার আবদুল গফুর ফারুকের ছেলে।
জিআরপি থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া জানান, ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যুর খবর শুনে সীতাকুন্ড ফাঁড়ির একজন উপ-পরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জিআরপি থানা পুলিশের ধারণা চাঁদপুর ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা ট্রেনেই কাটা পড়েছে সিরাত।
এদিকে, নগরের চাঁন্দগাও থানার কামাল বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রাজিব দাশ (৩২) নামে এক দোকানির মৃত্যু হয়েছে। আজ বেলা ১টার দিকে স্থানীয় মোহরা বড় বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, নিজ দোকানের ছাদে এলোমেলো থাকা টিন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজিব। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। রাজিব দাশ স্থানীয় অর্জুন দাশের ছেলে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি