মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারণা চালানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে বিধি-নিষেধ আছে, তাতে বিএনপি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, মন্ত্রী ও এমপি হবার ফলে প্রার্থীর পক্ষে ভোট চাওয়া যাবে না। নির্বাচনী এ আচরণবিধির কারণে বিরোধী পক্ষ বিএনপি অনেক সুবিধা পাচ্ছে। এক্ষেত্রে আওয়ামী লীগ বৈষম্যের শিকার হচ্ছে। সভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি