চট্টগ্রামে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে কামরুল হাসান রুমি নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গতকাল রাতে নগরীর কোতোয়ালী থানার এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান জানান, কামরুল হাসান রুমি তার ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করেন।
বিষয়টি নজরে আসলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি