বিএনপি করোনা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশে কতজন আক্রান্ত হচ্ছে, কী ব্যবস্থা নেয়া হয়েছে প্রতিদিনই আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে। কিন্তু এরপরও বিএনপি এসব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
আজ (শুক্রবার) দুপুরে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় গুজব সৃষ্টিকারীদের সঙ্গে বিএনপির যোগসাজস রয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, করোনা নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের সনাক্তে কাজ করছে সরকার।
তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর আগে মন্ত্রী বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের টেরিস্ট্রিয়াল সম্প্রচার নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি