টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের সময় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল উপজেলার বাহারছড়া শীলখালী ও সদরের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ বলেন, দালালরা এসব রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের জন্য শীলখালী ও দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায় জড়ো করেছিল।
গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি