করোনাভাইরাস গুজব ও পণ্যের মজুদদারি ঠেকাতে হটলাইন চালু করেছে চট্টগ্রাম নগর পুলিশ।
গতকাল চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিকী জানান, এ হটলাইন নম্বরটি ২৪ ঘন্টা চালু থাকবে এবং একজন পুলিশ কর্মকর্তা কল রিসিভ করে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
করোনাভাইরাস নিয়ে কেউ অপপ্রচার করলে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মজুদ করে অতিরিক্ত দাম নিলে এ নম্বরে অভিযোগ দেয়া যাবে।
পাশাপাশি বিদেশ ফেরত কোনো ব্যক্তি হোম কোয়ারেন্টিন না মেনে ঘোরাফেরা করলে তাদের বিষয়ে এ নম্বরে তথ্য জানানোর জন্যও অনুরোধ জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি