নগরের বাকলিয়া থানার বড় কবরস্থান এলাকায় পুকুরে ডুবে আসির সাফায়াত হোসেন (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল পাঁচটার দিকে নানার বাড়িতে বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে তার নিথর দেহটি উদ্ধার করেন।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার সাইফুল ইসলাম জানান, মো. ইয়াসিনের ছেলে সাফায়াত বন্ধুদের সঙ্গে বল খেলার পর পুকুরে গোসল করতে নামে। এ সময় বলটি কিছুটা দূরে চলে যাওয়ায় সে আনতে যায়। কিন্তু সাঁতার না জানায় পানির নিচে তলিয়ে যায়।
এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে আমরা এসে সাড়ে সাতটার দিকে নিথর দেহটি উদ্ধার করি। এরপর চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সাফায়াতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিউজ ডেস্ক / বিজয় টিভি