আতঙ্ক নয়, সবাইকে সচেতন হয়ে করোনা ভাইরাসের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
গতকাল সকালে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার সময় এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘরে থাকার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদসহ অন্যরা।
পরে ভূমিমন্ত্রী উপজেলার ছৈয়দকুচাইয়া এলাকায় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ৮ পরিবারকে ২ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি