খাগড়াছড়িতে স্কুলছাত্রী কৃত্তিকা ত্রিপুরা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। স্থানীয় উজানীপাড়া এলাকায় এই মানববন্ধন করেন বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থীরা।
পরে তারা একটি মৌন মিছিল বের করেন।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একইস্থানে এসে শেষ হয়। এসময় কৃত্তিকা ত্রিপুরার আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা।
গেল ২৮ জুলাই খাগড়াছড়ির দীঘিনালা ত্রিপুরা পল্লির পঞ্চম শ্রেণীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে তিন পার্বত্য জেলার পাহাড়িদের বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচী পালন করে আসছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি