ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে নমুনা পরীক্ষায় একজন পুলিশ সদস্যসহ আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।
এরমধ্যে ৫ জনের বাড়ি চট্টগ্রামে। অন্যজন লক্ষ্মীপুরের বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। গতকাল রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি বলেন, সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৬৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বিআইটিআইডিতে। এদিকে, চট্টগ্রামে একজন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হওয়ার পর নগরীর দামপাড়া পুলিশ লাইনের একটি ব্যারাক লকডাউন করা হয়েছে।
ওই ব্যারাকে বসবাসরত ২০০ পুলিশ সদস্যসহ মোট ২২৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি