মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকার আলোচিত আল আমিন হত্যা মামলার প্রধান সাক্ষী এনামুল হক ফকির কে অপহরন করে কুপিয়ে জখম ও ২পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার বিকাল ৬টায় অপহরন করে হামলার পর মৃত ভেবে সিকদার বাড়ির বিলে তাকে ফেলে রাখলে খবর পেয়ে খাসেরহাট পুলিশ রাত ৮টায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে এঘটনায় মাদারীপুর সিআইডির ইন্সপেক্টর আহসানুল হকের মদদ আছে বলে অভিযোগ করে সকালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে হামলার শিকার এনামুল হক ফকিরের স্বজনরা।
এব্যাপারে মাদারীপুর সিআইডির ইন্সপেক্টর আহসানুল হক বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং যারা এনামুলের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি আমিও জানাই।
নিউজ ডেস্ক / বিজয় টিভি