চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে চিকিৎসা খাতে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে বিভাগীয় প্রশাসন।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গঠিত সার্ভিল্যান্স টিম ২০টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে নোটিশ দিয়েছে। সার্ভিল্যান্স টিমের আহ্বায়ক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মানুষের চিকিৎসা নিশ্চিতে এরই মধ্যে ২০টি হাসপাতালকে নোটিশ প্রদান করা হয়েছে। তাছাড়া পুনর্গঠন করা হয়েছে সার্ভিল্যান্স কমিটি।
প্রতিদিনই তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। একই সঙ্গে হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করা হবে। কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি