বোয়ালখালীর পর এবার একসঙ্গে বাঁশখালী থানা পুলিশের ৬ সদস্যের শরীরের করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। শুধু বাঁশখালী পুলিশ সদস্যই নয়, আক্রান্ত হয়েছেন নগর পুলিশের আরো এক সদস্য।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে শনাক্ত হয়েছে আরও ১৫৬ জন। নতুন শনাক্তসহ এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬২ জনে। আক্রান্তদের মধ্যে গত দু’দিনের মতোই শহরের চেয়ে উপজেলাগুলোতে শনাক্তের হার বেশি। যার মধ্যে শুধুমাত্র বোয়ালখালী উপজেলাতেই শনাক্ত হয়েছেন ২৫ জন। অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়েছেন পটিয়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান। পটিয়া মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে ১১ জন মৎস্য কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি