চট্টগ্রামে করোনার বিস্তারের সাথে সাথে বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার।
অক্সিজেনের অভাবে মানুষের কষ্টের কথা প্রচারের কারণে যে যেভাবে পারছেন অক্সিজেন সিলিন্ডার কিনে মজুদ করছেন। এর ফলে দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছে, বিদেশ থেকে সিলিন্ডার আমদানি করা হচ্ছে, যা দু’চার দিনের মধ্যে এসে পৌঁছলে সংকট অচিরেই ঘুচে যাবে।
অক্সিজেনের বাড়তি উৎপাদন ও দেশের চাহিদা পূরণের সক্ষমতা রয়েছে কোম্পানিগুলোর। কিন্তু সমস্যা হচ্ছে সিলিন্ডার এবং পরিবহন। এদিকে, এ সমস্যাকে পুঁজি করে সংঘবদ্ধ একটি চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি