করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে চট্টগ্রাম সিটিকর্পোরেশনের ২৫০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ (শনিবার) বিকেলে হালিশহর এলাকায় নির্মিত সিটি হল কমিউনিটি সেন্টারে সিটিকর্পোরেশনের আইসোলেশন উদ্বোধনকালে তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, করোনার এই অসময়ে মানুষের জীবন বাঁচাতে আরো বেশি বেশি আইসোলেশন সেন্টার গড়ে তুলতে হবে।
তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তথ্যমন্ত্রী। এসময় চট্টগ্রাম মেয়র আ জ ম নাছির উদ্দিন, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী,বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, সিভিল সার্জন শেখ ফজলে রাব্বিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চসিক সুত্রে জানা গেছে, এই আইসোলেশন সেন্টারে ১৫ জুন থেকে করোনা আক্রান্ত রোগীদের ভর্তি করা শুরু হবে। চসিকের ২৫০ শয্যার আইসোলেশন সেন্টারের জন্য নিয়োগ দেওয়া চিকিৎসক, নার্স ও কর্মীরা চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রয়েছে
প্রধান অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ সবাইকে ব্যক্তিগত সুরক্ষা বিধি মেনে চলার আহব্বান জানিয়ে বলেন, করোনা আক্রান্ত রোগীদের মধ্যে আশি ভাগ ঘরে বসে আইসোলেশনে থাকেন।
১০ ভাগ রোগী ঘরে আইসোলেশনে পরিবেশ না থাকায় হাসপাতালে আইসোলেশনে থাকেন। বাকীরা রোগের মাত্রার উপরে হাসপতালে আইসোলেশনে থাকতে হয়। বর্তমানে রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে এ ধরণের আইসোলেশন হাসপাতাল খুবই প্রয়োজন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি