চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং হলি ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শন করেছেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এসময়, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আউটসোর্সিংয়ের ৩৬ কর্মী আর্থিক সংকটে থাকায়, তাদের জন্য তিন লাখ টাকা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. শফিকুল ইসলামের কাছে হস্তান্তর করেন উপমন্ত্রী।
এ বিষয়ে জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, অর্থ মন্ত্রণালয় গত জানুয়ারি থেকে সব সরকারি হাসপাতালে আউটসোর্সিংয়ের জন্য বরাদ্দ বন্ধ করে দিলে সংকটে পড়েন এই কর্মচারীরা।
এদিকে, হলি ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শনকালে সেখানে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন শিক্ষা উপমন্ত্রী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি