মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায়, কক্সবাজারে উখিয়া-টেকনাফের ৩২টি রোহিঙ্গা ক্যাম্পের অসহায় শিশুদের, সেবাদানকারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের রোহিঙ্গা শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় এবং ইউনিসেফের আর্থিক সহায়তায়, টেকনাফের নয়াপাড়াস্থ ২২নং থেকে ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের এতিম, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের সেবা দানকারীর মাঝে, ৪২ লাখ ১২ হাজার টাকা প্রদান করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে এ সহায়তা প্রদান করেন, সমাজসেবা অধিদপ্তরের রোহিঙ্গা শিশু সুরক্ষা প্রকল্পের ফোকাল পয়েন্ট মো: আল আমিন জামালী। এ সময় ইউনিসেফ কক্সবাজার প্রতিনিধি আরিফুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি