চট্টগ্রাম নগরীতে করোনা রোগীদের চিকিৎসা চলছে এমন ৫ হাসপাতালে ২০টি ভেন্টিলেটর মেশিন প্রদান করা হয়েছে।
আজ (শুক্রবার) দুপুরে, সার্কিট হাউসে, টিকে গ্রুপের মার্কেটিং পরিচালক মো. মোফাচ্ছেল হকের সভাপতিত্বে ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
এসময় তিনি বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে বিশেষ করে চট্টগ্রামের করানো আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিতে ভেন্টিলেটরগুলো কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি এ ধরণের উদ্যোগ অন্যান্য শিল্প উদ্যোক্তাদের বিপদে এগিয়ে আসার ক্ষেত্রে আগ্রহী করে তুলবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরীসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি