সমুদ্রপথে ইয়াবা এনে চট্টগ্রাম শহরে প্রবেশের সময় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
ভোরে নগরের ইপিজেড থানাধীন বেড়িবাঁধ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় জানাতে পারেনি র্যাব। র্যাব-৭ এর সহকারী মিডিয়া পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন, একটি এলজি ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসানো হয়। ইয়াবা ব্যবসায়ীরা আসার পথে চেকপোস্টের সামনে পড়লে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। র্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি