হাটহাজারীতে পৃথক অভিযানে ৯৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (শনিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত চলমান অভিযানে ৩০ বস্তা চাল জব্দ করা হয়। হাটহাজারী বাসস্ট্যান্ডস্থ দিদার টাওয়ারের গাউছিয়া স্টোর থেকে এ চাল জব্দ করা হয়। এর আগে গতকাল রাতে ফতেপুরের চবি ২ নম্বর গেইট এলাকায় এক মুদি দোকান থেকে ৭ বস্তা ও পরে ওই দোকানির দেয়া তথ্যমতে, উপজেলা সদরের একটি গোডাউন থেকে আরও ৬০ বস্তা চাল জব্দ করেন, নির্বাহী অফিসার রুহুল আমিন।
তিনি জানান, জব্দকৃত চাল, সরকারি বস্তা সরিয়ে অন্য বস্তায় বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছিল। চাল জব্দের পাশাপাশি দোকান থেকে খালি বস্তাও জব্দ করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি