বান্দরবানে চাঁদা আদায় করতে এসে পাহাড়ি সন্ত্রাসী বাহিনী এম এন লারমা গ্রুপের ২ সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।
গতকাল (শনিবার) নিজেদের এমএন লারমা গ্রুপের পরিচয় দিয়ে বান্দরবানের এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবী করে তারা।
পরে আজ (রোববার) সকালে বান্দরবান সদরস্থ কেন্দ্রীয় মসজিদের সামনে দাবীকৃত টাকা নিতে আসলে, নগদ ১৫ হাজার টাকাসহ তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃতদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি