করোনাভাইরাসের এ বৈশ্বিক মহামারিতে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা থাকলেও চট্টগ্রামের সন্দ্বীপে চলছে অবাধে কোচিং বাণিজ্য।
স্থানীয়দের অভিযোগ, প্রায় সকল প্রাইমারি ও হাই স্কুলের আশপাশের দোকান ও বাসা ভাড়া করে স্কুল শিক্ষকরা এ কোচিং বাণিজ্য চালাচ্ছে।
এ ব্যাপারে সন্দ্বীপ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈন উদ্দীন জানান, প্রমাণ পেলে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এদিকে, অবাধে এ কোচিং বাণিজ্য বন্ধ করা না গেলে করোনার সংক্রমণ সন্দ্বীপের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি