চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, মানুষ ও যানবাহন চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি করে এমন অবৈধ স্থাপনা, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে ফেলা না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
শনিবার সকালে, দামপাড়া স্টোর থেকে শুরু করে আগ্রাবাদ জাম্বরী মাঠ, দেওয়ানহাট ডিটি রোড, দক্ষিণ পাহাড়তলী জোড়া ঢেবা হয়ে সাগরিকা মোড় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি জাম্বুরী মাঠ সংলগ্ন সিটি কর্পোরেশনের জায়গাটিকে জঞ্জাল মুক্ত করে, সেখানে অকোজো ও পরিত্যক্ত যানবাহনের ডাম্পিং সেন্টারে পরিণত করা এবং এ যানবাহনগুলো নিলামে বিক্রিরও নির্দেশ দেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি