বিশ্বে যেখানে মানুষের গড় আয়ু ৬৯ বছর সেখানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৩ বছর উল্লেখ করে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, এর পেছনে ডাক্তার-নার্সদের অবদান সবচেয়ে বেশি।
সকালে, মোস্তফা-হাকিম মাতৃসদন হাসপাতালে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী শুভেচ্ছা বক্তব্য রাখেন। এবার নগরীর ৪১টি ওয়ার্ডের ১২৮৮ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৮০ হাজার শিশুকে ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সাড়ে ৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি