বরিশাল বিভাগের পিরোজপুর- ২ আসনের চার বার জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সংসদ সদস্য নির্বাচিত হলেও এবার তৎপর অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাশীরা।
আওয়ামীলীগ নিয়ন্ত্রিত মহাজোটের অন্যতম মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এমনকি ২০১৪ সালের নির্বাচনে তাকে বিজয়ী করতে এ আসনে আওয়ামী লীগ কোন প্রার্থী দেয়া হয় নি।
আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটে থাকলেও এবার জোট থেকে তিনিই মনোনয়ন পাবেন এমনটাই প্রত্যাশা করেন জাতীয় পার্টি’র এই নেতা।
তবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দাবি এ আসনে দলীয় প্রার্থী থাকবে। তবে দলের সিদ্ধান্তে মঞ্জুকে পুনরায় একক প্রার্থী করা হলে তা মেনে নিবেন না বলেও জানান এ নেতা।
এদিকে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকলে মঞ্জুর শক্ত প্রতিপক্ষ হবে বিএনপি কিংবা তাদের জোটের কোন প্রার্থী। বিএনপি’র এই নেতা মনে করেন সুষ্ঠ নির্বাচন হলে, এ আসনে থেকে তার দল বা জোটের প্রার্থীই বিজয়ী হবে।
তবে ভোটারদের দাবি যারা এলাকার উন্নয়নে কাজ করতে পারবে এরকম উদ্যমী নেতাকেই রাজনৈতিক দল থেকে মনোনয়ন দেয়া প্রয়োজন।
পিরোজপুর-২ আসনে মোট ভোটার রয়েছে ২ লক্ষ ১৫ হাজার ৫৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭ হাজার ৬৮৫ এবং নারী ১ লক্ষ ৭ হাজার ৮৫৭ জন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি