চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, পোর্ট কানেক্টিং রোডের স্টিলমিলগুলোর যে লড়িগুলো পিসি রোড দখল করে রাখে, তা আগামী দুই একদিনের মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আজ (মঙ্গলবার) দুপুরে, টাইগারপাসস্থ চসিক প্রশাসকের দপ্তরে স্টিলমিল মালিকদের সাথে সৌজন্য বৈঠকে প্রশাসক এ কথা জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে কন্টেইনার ইয়ার্ডগুলো স্থাপন করা হয়েছে, তা মোটেই পরিকল্পিত নয়। বন্দরের প্রবেশ মুখে যত্রতত্রভাবে ইয়ার্ডগুলো স্থাপন করায় যানজট হচ্ছে এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এসময় প্রশাসক, স্টিলমিলগুলোর ভারি যান চলাচলের কারণে নগরীর ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের মালিকদের সাথে বসে একটি সার্ভিস চার্জ নির্ধারণ করার আহ্বান জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি