জিয়াউর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা ধ্বংস করে, রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে স্বাধীনতা বিরোধী চক্রকে পুনর্বাসন করেছিলেন বলে মন্তব্য করেছেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ (শনিবার) সকালে, চট্টগ্রাম নগরীর একটি হোটেলে শারদীয় দূর্গোৎসবে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাই ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে সনাতন ধর্মের সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
এসময়, মহানগর এবং চট্টগ্রাম উত্তর জেলার ১২৪টি পূজামন্ডপের প্রতিনিধির হাতে চেক তুলে দেন উপমন্ত্রী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি