আগেরদিন করোনা শনাক্তে চট্টগ্রামে কিছুটা ভাটা থাকলেও গত ২৪ ঘণ্টায় সেটিতে আবারও ‘জোয়ার’ এসেছে।
নগরের ৭২ এবং উপজেলার ১০ জন মিলে নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮২ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২১ হাজার ২৯৮ জন। এদের মধ্যে নগরের ১৫ হাজার ৬২২ জন এবং বিভিন্ন উপজেলার ৫ হাজার ৬৭৬ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে নগরের একজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৫ জন, যাদের ২১২ জন নগরের এবং ৯৩ জন উপজেলার। অন্যদিকে নতুন করে ৩২ জন সুস্থ হওয়ায় এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫৭৫ জন।
আজ (সোমবার) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি তিনটি, বেসরকারি তিনটি এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ৯৩০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮২ জনের দেহে। এদের মধ্যে ৭২ জন নগরের এবং ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে ১ জনের মৃত্যু হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি