নির্বাচিত হলে স্থানীয় সরকারের উদ্যোগগুলোকে প্রাধান্য দিয়ে চট্টগ্রামের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নগরীর ২০ নম্বর ওয়ার্ড দেওয়ান বাজার এলাকায় গণসংযোগ কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তার সাথে প্রচারণায় অংশ নেন চসিক প্যানেল মেয়র ও মহানগর অওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী, মহানগর আওয়ামী লীগ সদস্য আবু লতিফ টিপু, মহিলা কাউন্সিলর আনজুম আরা আঞ্জু সহ আরো অনেকে।
অন্য দিকে, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নৌকা মার্কায় ভোট দিয়ে মহিউদ্দীন চৌধুরীর মত সেবা করার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।
গতকাল সকালে চট্টগ্রাম-৯ আসনে গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি নগরীর কোতায়ালী, নিউমাকেটর্, সদরঘাট, ফিরিঙ্গিবাজার, বাকলিয়া সহ বিভিন্ন গুরত্বপূর্ণ সড়কে প্রচারণা চালান। এ সময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর নীলু নাগ, মহিলা কাউন্সিলর ফারহানা জাবেদ, মহিলা যুগ্ম সম্পাদক মালেকা চৌধুরী সহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি