শিক্ষার গুনগতমান নিশ্চিত করার মধ্যদিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়কে ঢেলে সাজানো হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল) এমপি। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এই প্রথম চট্টগ্রাম আসেন তিনি। প্রধানমন্ত্রী ও সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী কর্তৃক তাঁর উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। একই সাথে প্রশ্নপত্রফাঁসকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন, সহ সভাপতি খোরশেদ আলম সুজন, এ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল, সুনীল সরকার, আলতাফ হোসেন বাচ্চু, নগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, বিজয় টিভির পরিচালক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, বিজয় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন চৌধুরী নোবেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এরআগে একাদশ মন্ত্রী সভার নবাগত মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে পৌঁছান। সকাল ৯টায় চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছলে চট্টগ্রামে নবাগত এ মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে চট্টগ্রাম জেলা প্রশাসন। এসময় নগর আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি