করোনা ভ্যাকসিন নিয়ে কোন সংশয় নেই, যথাসময়ে দেশে ভ্যাকসিন আসবে। তারপরও একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (০৮ জানুয়ারি) দুপুরে রংপুর সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, করোনা বাংলাদেশে শনাক্ত হওয়ার পর একটি মহল বলেছিল, মানুষ রাস্তার পথে পরে থাকবে, দুর্ভিক্ষ দেখা দিবে ইত্যাদি। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ ভালো আছে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যমের যে স্বাধীনতা রয়েছে তা অনেক উন্নত দেশেও নেই। তিনি আরো বলেন, সহসাই রংপুরে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ উপকেন্দ্র চালু হবে। এখান থেকে দুই, আড়াই বছরের মধ্যে সরাসরি সম্প্রচারও করা হবে। সেই সাথে বাংলাদেশ বেতার, রংপুর’কে আধুনিক করা হবে।
পরে তিনি জানান, প্রতিটি বিভাগীয় শহরে একটি করে বিটিভির কেন্দ্র স্থাপন করা হচ্ছে।